নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আব্দুর রব-এর পক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫ ইং,) মাগরিবের নামাজের পর সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী মহসিন আহমদ রাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে দোকানপাট, বাসাবাড়ি ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং “দাঁড়িপাল্লা” প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, জামায়াতের প্রার্থী বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়ের প্রতিষ্ঠা ও জনসেবায় সক্রিয় ভূমিকা রাখবেন। পথসভায় বিপুল সংখ্যক জনগণের উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা গেছে।