পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:-
চট্টগ্রাম (১২পটিয়া) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার নেতৃত্বেে
৪৭তম প্রতিষ্টাবাষিকী উপলক্ষে পটিয়ায় বিশাল বর্ণাঢ্য র্যালি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার বিএনপি নেতা কর্মীরা বর্ণাঢ্য র্যালি সমাবেশ অংশ গ্রহণ করে।
এসময় ইদ্রিস মিয়া বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন বিষয়ে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে ঐকমত্য তৈরি হলেও নির্বাচন বিঘ্ন ঘটাতে কিছু ফ্যাসিবাদী দালালরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি জাতীয় সংকট সমাধান ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই মর্মে অভিমত প্রকাশ করে বলেন একটি চিহ্নিত মহল এই ঐকমত্যের বিপরীতে দাঁড়িয়ে নির্বাচন তথা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচালের অপচেষ্টা করছে। আমাদেরকে তারেক রহমানের নের্তৃত্বে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য একযোগে কাজ করতে হবে।
তিনি বিএনপিকে দেশের বৃহৎ ও জননন্দিত দল হিসেবে সকলকে পরিচ্ছন্ন রাজনৈতিক চর্চার আহবান জানিয়ে বলেন, দীর্ঘ ৪৭ বছর অনেক ত্যাগ স্বীকার করেছে বিএনপি। আগামীতে ও গনতন্ত্রের জন্য সকলকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে প্রয়োজন রাজপথে থাকার শপথ নিতে হবে। তিনি ৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার, প্রধান বক্তা ছিলেন সাবেক
কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ সাদাত আহমদ, উপস্থিত ছিলেন জেলা বিএনপির জাহাঙ্গীর কবীর চৌধুরী জাহাঙ্গীর আলম চৌধুরী, শাহদাত হোসেন সুমন,মোহাম্মদ ইব্রাহিম, মফজল আহমদ চেয়ারম্যান, সৈয়দ মনির আহমদ সেলিম,একেএম জসীম, আবুল বশর , হারুনুর রশিদ চৌধুরী, আবু জাফর চৌধুরী, জিল্লুর রহমান, রবিউল হোসেন বাদশা,জিয়াউর রহমান,জমির উদ্দিন চৌধুরী মানিক,রবিউল হোসেন রবি, আমির হোসেন কমিশনার, পৌর যুবদল আহবায়ক আবছার উদ্দিন সোহেল, নুরুল আমিন মধু,মো: সেলিম, এডভোকেট ফোরকান,এড. জসীম উদ্দীন, সোলেমান বাদল, ছাত্রনেতা তারেক রহমান, আবদুল আলিম মেম্বার, মো: আনোয়ার, জাগির মেম্বার, আবদুল হাকিম মেম্বার, ইউসুফ শাহ, আবদুল হাকিম, জসিম উদ্দিন, রুবেল, সেলিম মাষ্টার, হারুন কাকন,আবদুল করিম, আজিম মেম্বার, হাজী নুরুল আলম,
জাফরুল ইসলাম, জয়নাল আবেদীন আঙ্গুর, এনামুল হক, ফরিদ আহমদ, নাজিম উদ্দিন, আমির হোসেন সওদাগর, আমিন, সোহেল প্রমূখ।