গীতি গমন চন্দ্র রায় গীতি।।।স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের আদালত চত্বরে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করেছেন বিচারকরা ।
জানাযায় বুধবার ৩-রা সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ জামাল হোসেন।
সে সময় উপস্থিত ছিলেন,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন,অতিরিক্ত জেলা জজ সমরেশ শীল, যুগ্ম জেলা ও দায়রা জজ লুৎফর রহমান ও বিএডিসি পরিচালক সহ ঠাকুরগাঁও বিচার বিভাগের সকল বিচার বিভাগীয় কর্মকতা-কর্মচারীবৃন্দ।