যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে শামীম শেখ (২০) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) এশার আযানের পর উপজেলার শুভরাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আহত ওই যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ শামীম শেখ অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের বাসিন্দা মহিদুল শেখের ছেলে।
গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম।
গুলিবিদ্ধ শামীম শেখের ভাই ইরান বলেন, এশার আযানের কিছুক্ষণ পর কয়েকজন যুবক তার ভাইকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। খবর পেয়ে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, এক যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করেছে শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।