রবিউল হোসাইন সবুজ কুমিল্লা প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৭ই সেপ্টেম্বর রোজ:রবিবার বাংলাদেশ প্রেসক্লাবে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সদস্যবৃন্দ দাওয়াতি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
এর অংশ হিসেবে সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মো: রবিউল হোসাইন, লাকসামে চৈতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াল এর চেয়ারম্যান মো: আবুল কালাম সাহেবের হাতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
নেতৃবৃন্দ জানান, প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকদের নিরাপত্তা, নির্যাতন প্রতিরোধ এবং পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর কর্মপন্থা নির্ধারণ করা হবে। তারা সম্মেলনকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন।