নিজস্ব প্রতিবেদক
গত ১লা সেপ্টেম্বর দৈনিক সাতক্ষীরা দিগন্ত অনলাইন পোর্টালে প্রকাশিত ‘রাজশাহী গোদাগাড়ীর এই সেই মাদক সম্রাট নূর হোসেন, বিজয়নগরে রাতারাতি কোটিপতি মাদকের টাকায় বাড়ি-গাড়ী’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোঃ নূর হোসেন । প্রতিবাদ লিপিতে প্রকাশিত প্রতিবেদনটিকে ভুয়া, মিথ্যা, বানোয়াট বলে দাবি করেন তিনি।
নূর হোসেনের ভাষ্য মতে , ‘একটি স্বার্থান্বেষী মহলের ব্যক্তিগত সুবিধা লাভের উদ্দেশ্যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, যার কারণে তার ব্যক্তিগত সামাজিক, ব্যবসায়িক ও পারিবারিক সম্মান চরমভাবে ক্ষুণ্য হয়েছে। হয়েছেন
অপরিসীম ক্ষতির শিকার
তার ব্যাখ্যা, তাকে যে মাদক সম্রাট হিসেবে আখ্যায়িত করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, তবে গত ২০১৯ সালে তার বিরুদ্ধে চক্রান্ত মূলক একটি মাদকের মামলা দেওয়া হয়। কোনোভাবেই মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন না বলে জানান তিনি তবে কোন এক পরিস্থিতিতে তাকে মাদকের মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল সেই মামলাটি এখনো চলমান রয়েছে। এই মামলার রেস ধরে তার কাছে কিছু স্থানীয়রা মোটা অংকের টাকা দাবি করলে তিনি সেই টাকা দিতে অস্বীকার করেন পরবর্তীতে তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশ করেছেন বলে জানান তিনি।
বাড়ি ও গাড়ির বিষয়ে তিনি বলেন আমি একজন সফল কৃষক জমির ধান ও পুকুর ভরা মাছ বিক্রয় করে আমি সংসার চালাচ্ছি এটা কি আমার অপরাধ? তিনি আরো বলেন একজন প্রতিবেদক আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেন তিনি কি আমার সাথে একবারও কথা বলার চেষ্টা করেছেন? বা কথা বলেছেন কি সেখানে আমার কোন বক্তব্য নেওয়া হয়নি, আমার বক্তব্য ছাড়া তিনি কিভাবে সংবাদ প্রকাশ করেন?
প্রতিবেদকের বক্তব্য,
এ বিষয়ে প্রতিবেদক জানান বিশ্বস্ত সূত্রে তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে তবে তার সাথে আমার কোন কথা বা বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করা হয়নি।