মোঃমামুন নীলফামারী প্রতিনিধি
প্রার্থনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের নওদাপাড়ায় প্রেম ময়য় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব তিথি -মহোৎসবর পালিত হয়েছে।
১ লা সেপ্টেম্বর সোমবার সকালে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন নওদাপাড়ায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র মন্দির প্রাঙ্গনে , শ্রী,শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাবের মধ্য দিয়ে শুরু হয় উৎসব আয়োজন।
এতে সভাপতিত্ব করেন, দশরাথ চন্দ্র রায়।এসময় বক্তব্য রাখেন
৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সভাপতি আনন্দ মোহন রায়,ডাক্তার মিথুন কুমার ঝা, ঠাকুর ও সহকারী শিক্ষক প্রিমিয়ার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। ,যাদু চন্দ্র রায়, হরেন চন্দ্র রায় প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে শত শত অনূকুল ভক্ত অংশ নেন।বক্তারা বলেন এবারের এই অনুষ্ঠান সকলের সহযোগীতায় সুন্দর সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে পালিত হয়েছে।
আয়োজনে সকল সৎ সঙ্গী বৃন্দ ঝুনাগাছ চাপানী ইউনিয়ন ডিমলা নীলফামারী।