নিজস্ব প্রতিবেদক
রাঙুনিয়ায় বীর মুক্তিযোদ্ধার পরিবারের জমি দখলের চেষ্টা, আতঙ্কে ভুক্তভোগীরা।
চট্টগ্রামের রাঙুনিয়ার বেতাগী এলাকায় বীর মুক্তিযোদ্ধা মরহুম ফরিদ আহমদের পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য রফিক আহমদ তালুকদার ও তাঁর ছেলে জামাল উদ্দিনের বিরুদ্ধে।
এ ঘটনাটিকে স্থানীয়রা ‘লজ্জাজনক’ ও ‘অপমানজনক’ বলে আখ্যায়িত করেছেন।
মামলার বাদী ফয়সাল আনোয়ার জানান, দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে থাকা পারিবারিক জমিতে সম্প্রতি রফিক তালুকদার ও তাঁর ছেলে জামাল উদ্দিন স্থানীয় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী নিয়ে হামলা ও ভাঙচুর চালান। অভিযোগ রয়েছে, তারা জোরপূর্বক জমিটি দখল করার চেষ্টা করেন।
এ ঘটনায় চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন।
ফয়সাল আনোয়ার অভিযোগ করেন, “মামলা তুলে না নিলে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি প্রাণনাশেরও আশঙ্কা করছি।
অভিযোগের পর থেকে মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পরিবারের দাবি, একজন মুক্তিযোদ্ধার পরিবারকে এমনভাবে হয়রানি করা দেশের জন্য অসম্মানের।
বেতাগীর স্থানীয় বাসিন্দারা জানান, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। তাদের পরিবারের প্রতি এমন আচরণ শুধু নিন্দনীয় নয়, বরং জাতির জন্য লজ্জাজনক। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা রফিক আহমদ তালুকদার কোনো বক্তব্য দেননি। তাঁর ছেলে জামাল উদ্দিনও এ বিষয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাত মাজদার জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।