মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ২ সেপ্টেম্বর সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার রাজৈর বাস স্ট্যান্ড সংলগ্ন আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র – ছাত্রী ও স্থানীয় মোঃ শফিকুল ইসলাম রাসেলের পরিবারের মধ্যে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বলে জানা গেছে।
স্কুল কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার রাজৈর বাস স্ট্যান্ড সংলগ্ন আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ একই এলাকার মোহাম্মদ রাসেল হাওলাদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে চলে আসছিলো। জমি দখলকে কেন্দ্র করে স্কুলের ছাত্রছাত্রীরা সঙ্ঘবদ্ধ হয়ে বিরোধপূর্ণ এলাকায় পৌঁছালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নজরুল ইসলাম লিটন ( ৩৫), মহিমা আক্তার (৩০), মারিয়া আক্তার ষষ্ঠ ( ১০) জান্নাতি ৭ম(১২), জামিলা৭ম(১২), হাসিব ৮ম(১৩), মারুফ১০ম (১৪)। এদের মধ্যে হাসিবের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশান্ত বেপারী বলেন, ওই জমিটি তাদের সেখানে প্রতিপক্ষরা ঘর তুলছে সেখানে ছাত্র-ছাত্রীরা গেলে সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে তার পাঁচজন ছাত্র-ছাত্রী আহত হয়।
এভাবে ওই জমির মালিক দাবিকারি কলেজ শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম রাসেল বলেন স্কুল কর্তৃপক্ষ জোর করে তাদের জমি দখল করে নিয়েছে। সেই জমিতে মামলা রয়েছে তারপরও জোর করে ছাত্র ছাত্রী দিয়ে তার জমিতে নির্মাণাধীন ঘর সকালে ভাঙচুর করে এবং তার পরিবারের দুইজনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ তদন্ত মিলন ঘোষ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।