নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) মাগরিবের নামাজের পর স্থানীয় এক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী মনির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এ বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি তৎপরতা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম বেগবানকরণ এবং ইসলামবিরোধী অপপ্রচারের জবাবদানে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন—মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা আব্দুল আজিজ আমিনী, হাফিজ আল-আমীন, মাওলানা আসগর হোসাইন, মাহবুবুল আলম বাশার, হাফিজ আব্দুল মতিন, মাওলানা মাসুক আহমদ,হাফিজ মাহমুদ, হাফিজ মাওলানা শাহাদত হোসাইন ও খান মোহাম্মদ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় নিয়ে বিশদ আলোচনা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘটে।