নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
আসন্ন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে মাওলানা শাইখ মোঃ আব্দুল হক-এর নাম ঘোষণা করা হয়েছে।
মাওলানা আব্দুল হক একজন অভিজ্ঞ আলেম ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি বর্তমানে মৌলভীবাজারের অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান *জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল* হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরেই সমাজসেবায় সক্রিয় এই আলেম ব্যক্তি শিক্ষা, নৈতিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দলীয় সূত্রে জানা যায়, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখেই তাঁকে চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে।
দলীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, “মাওলানা আব্দুল হক শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন সমাজপ্রেমী ও জনদরদী মানুষ। তাঁর নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলায় ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী শাসনব্যবস্থা গড়ে উঠবে ইনশাআল্লাহ।”
প্রার্থিতা ঘোষণার পর স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, একজন শিক্ষাবিদ ও নৈতিক মানুষ হিসেবে তিনি সদর উপজেলার নেতৃত্বে নতুন দিগন্তের সূচনা করবেন।