নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
জাতীয় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর রাজধানীতে নৃশংস হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ ইং, রাত ১০টার সময় গণঅধিকার পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অপু রায়হানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে নেতারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উস্কানিতে ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের নেতা ভিপি নূরসহ অসংখ্য নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। যদি দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, “নুরুল হক নূর গণমানুষের কণ্ঠস্বর। তাঁর ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।” তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।”
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক খালিদ বিন ওয়ালিদ, জেলা অর্থ সম্পাদক আব্দুছ ছাত্তার, জেলার যুব ও ক্রীড়া সম্পাদক আমির আলী, শ্রীমঙ্গল উপজেলা সহ সভাপতি কানাই দাশ, শ্রীমঙ্গল যুব অধিকার পরিষদ এর সভাপতি আরিফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক উসমান আলী প্রমূখ। এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।