1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
অভয়নগরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক হালিম আটক ‎”ইউএনও বুঝবে” উক্তিতে ভাইরাল নওয়াপাড়া পৌরসভার পিংকি ঘোষ ঢাবির সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা শাইখ মোঃ আব্দুল হক-এর প্রার্থিতা ঘোষণা ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সাংবাদিক মাসুদের বাবার মৃত্যু, ঠাকুরগাঁও পীরগঞ্জে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা মোঃ আব্দুর রশিদ মনিরামপুরে দুর্বৃত্তে ছুরিকাঘাতে চলে গেলো আ.লীগ নেতার প্রাণ মায়ের সহায়তায় মেয়েকে সৎ বাবার ১০ মাস ধরে ধর্ষণ, আটক ২ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবর জিয়ারত করলেন মফিকুল হাসান তৃপ্তি 

ঢাবির সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু ভিপি ও জাতীয় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর রাষ্ট্রীয় বাহিনী ও জাতীয় পার্টির (জাপা) সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩০ আগস্ট ২০২৫ ইং, সকাল ১১টার সময় মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি অপু রায়হান ও সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপন।
সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নুর তালুকদার। তিনি বলেন, রাজধানীতে শান্তিপূর্ণ মিছিল চলাকালে জাতীয় পার্টির (জাপা) সন্ত্রাসীরা বিনা উস্কানিতে ইটপাটকেল নিক্ষেপ করে ভিপি নূরসহ অসংখ্য নেতা-কর্মীর ওপর নৃশংস হামলা চালিয়েছে। এতে অনেকেই গুরুতর আহত হন।
তিনি আরও বলেন “নুরুল হক নুরের ওপর এই হামলা দেশের গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ। যারা দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা দেশের ভবিষ্যৎ ধ্বংস করছে।” “জনগণের পছন্দের নেতৃত্বকে দমন করে নয়, বরং জনগণের কথা শুনে দেশের ভবিষ্যৎ গঠন করতে হবে।” এবং “ভিপি নুর জনগণের নেতা, তাকে দমন করা যাবে না। তার পাশে দেশের মানুষ রয়েছে, আছে গণতান্ত্রিক শক্তি। নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে, আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা সিনিয়র সহসভাপতি নাহিদা খানম, জেলা সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ, জেলা অর্থ সম্পাদক আব্দুছ ছাত্তার, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক আমির আলী, যুব অধিকার জেলা সভাপতি তানিম হোসেন রুহিন, ছাত্র অধিকার পরিষদ নেতা নুর আহমদ হাসান, কিবরিয়া আহমদ, রায়হান আহমদ, রাজনগর উপজেলা সভাপতি সুন্দর আলী ও সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা সহ-সভাপতি কানাই দাশ, কমলগঞ্জ উপজেলা গণনেতা ওয়াকিল মুন্না সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট