নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
শ্রীমঙ্গলে সততা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ ইং মাগরিবের নামাজের পর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আজহারুল ইসলাম অনিকের সভাপতিত্বে শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ পল্লী বিদ্যুৎ সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মানবতার সেবায় সংস্থার বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এতে সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের সভাপতি মোঃ আজহারুল ইসলাম অনিক তার বক্তব্যে বলেন—“সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়ানোর জন্য প্রত্যেক সদস্যকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। মানবিক সেবাকে শুধু একটি কর্ম নয়, বরং ইবাদত হিসেবে বিবেচনা করতে হবে।”
তিনি আরও বলেন—“মানবসেবা কেবল একটি সামাজিক কাজ নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। সততা ও আন্তরিকতা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”
সভায় বক্তারা দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও জনসচেতনতামূলক ও সেবামূলক কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সততা সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আগামীতেও মানুষের কল্যাণে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
সভায় উপস্থিত সদস্যরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন—আগামী দিনে মানবতার সেবায় তারা আরও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।
সভায় সংগঠনের সদস্যদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।