স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পক্ষ থেকে ডাক্তার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নবনির্বাচিত কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসানকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব, মেডিকেল অফিসার ডা. মো. মাহফুজুর রহমান সবুজ, ডা. মো. মহিউদ্দিন, ডা. মো. রকিবুল ইসলাম রকিব, ডা. শোভন বিশ্বাস ও ডা. ফেরদাউস শান্ত। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।