নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার স্থানীয় শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক।
বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৫ ইং সকাল ৯টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল জামায়াতের সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ এবং উপজেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ। বৈঠকে প্রায় ২০০ জন নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুর রব বলেন, “একটি কল্যাণমুখী ও ন্যায়ের রাষ্ট্র গঠনে জামায়াত সর্বদা সচেতন ও প্রস্তুত। জনগণ যদি আমাদের সেবার সুযোগ দেয়, তাহলে আমরা তা সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে পালন করবো ইনশাআল্লাহ।”