বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল মানকিয়া গ্রাম থেকে ৮৫ কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে যশোর র্যাব ক্যাম্পের সদস্যরা।শুক্রবার ভোরে লাল্টুর বসতবাড়ীর নির্মাণাধীন ইটের তৈরি ভবনের সিড়ির নিচ থেকে গাঁজা ও আসামীকে আটক করা হয়।আসামীর বয়স ১৮ বছরের কম হওয়ায় তার নাম ঠিকানা আইনে দেওয়া বাধা আছে বলে জানান যশোর র্যাব।
র্যাব ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লীডার মোঃ রাসেল জানান, বৃহস্পতিবার র্যাব-৬, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকার বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া (পূর্ব পাড়া) লাল্টুর বসতবাড়ীতে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত বসতবাড়ীর নির্মাণাধীন ইটের তৈরি ভবনের সিড়ির নিচ হতে ০৪ (চার) টি বস্তায় ৮৫ (পঁচাশি) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয় যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১৭ লক্ষ টাকা।
আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে।