পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি:-
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া বলেছেন,বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া এবং তারেক রহমান মনোনীত প্রার্থীকে ভোট ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি গতকাল শুক্রবার পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে পৌর সদরের পোস্ট অফিস মোড়ে একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ। উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অরূপ রতন চক্রবর্তী, আর্শীবাদক ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ঝুন্টু চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ছৈয়দ সাদাত আহমদ, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রেজাউল করিম নেছার, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তাপস কুমার দে, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক আহ্বায়ক এড. সঞ্জয় দে, স্বাগত বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেবাশীষ দে এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মান্না দেব।