মোঃ মিজানুর রহমান জেলা প্রতিনিধি,নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জে এক নারীর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া একাউন্টের মাধ্যমে মিথ্যে অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়ে সম্মানহানি করার অভিযোগ উঠেছে এক কুচক্রী মহলের বিরুদ্ধে। এঘটনায় প্রশাসনের কাছে সহায়তা চেয়েছেন ভুক্তভোগী নারী।
জানা যায়, দীর্ঘদিন দিন ধরে কিছু কুচক্রী মহল তার ক্ষতি করার চেষ্টা করে আসছিলেন। তিনি তার বাড়িতে কিংবা কোথায় কোন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত নেই। তিনি তার পরিবার নিয়ে স্বামীর উপার্জনের টাকায় সৎ ভাবে জীবনযাপন করছেন। এমতাবস্থায় কুচক্রী মহল একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে ভিডিওটি তার নাম দিয়ে অপপ্রচার করেন। তবে ছড়িয়ে দেওয়া ভিডিওটার সঙ্গে এ নারীর কোন সংপৃক্ততা নেই।
আরও জানা যায়, স্থানীয় কিছু ভুয়া ফেসবুক পেজ ও অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এ অশ্লীল ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। পরে বিষয়টি প্রশাসন দেখলে তার স্বামী নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের মধু(ছদ্দনাম নাম) কে সন্দেহমূলক ভাবে থানায় নিয়ে আসেন। এতে তার স্বামীর সঙ্গে অসামাজিক কোন কাজের সংপৃক্ততা না পেয়ে তাকে ছেড়ে দেন।
এবিষয়ে ভুক্তভোগী নারী বলেন, আমি কখনো এসব অসামাজিক কাজের সঙ্গে জড়িত না। আমি আমার স্বামীর উর্পাজনের টাকায় সৎভাবে জীবনযাপন করি। কিছু কুচত্রুীমহল অশ্লীল ভিডিও দিয়ে আমার নাম বলে ফেসবুকে দিয়েছে। আমি কখনো এসব করিনা আর যে ভিডিও দিসে সেখানে কখনো আমি না। তারা আমার সম্মান নষ্ট করেছে
আমি এসব মিথ্যে ঘটনার কারনে সামাজিক ও পারিবারিকভাবে সবার কাছে ছোট হচ্ছি। যারা আমার নামে এসব মিথ্যে ভিডিও দিয়ে সম্মানহানী করল এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সঙ্গে প্রশাসনের কাছে সহায়তা চাই।
এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশরাফুল ইসলাম বলেন, এমন একটি অশ্লীল ভিডিও দেখে একজনকে সন্দেহমূলকভাবে নিয়ে আসা হয়েছিলো। পরে আমরা যাচাই বাছাই করে তার সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দিয়েছি।