1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
অনুমতি ছাড়াই স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থাকেন শিক্ষিকা জুলেখা কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা পটিয়া সচেতন নাগরিক ফোরামের পরিচিতি সভায় যুব ফোরাম ও ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা  গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রকে অপহরণের ঘটনায়,আটক ২জন জেল হাজতে প্রেরন করেছে পুলিশ সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্র দলের পক্ষে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন হিমেল খাঁন বালু ব্যবহার করা, হয়েছে মাটির পরিবর্তে: শরনখোলায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন;। কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় খুলনা রেঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে পুলিশের বিশেষ মতবিনিময় গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা পটিয়ায় বিএনপির যৌথ সভায় ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি

গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুইজনের ৮ বছরের কারাদণ্ড 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

অর্থ আত্মসাতের অভিযোগে দু’টি পৃথক মামলায় খুলনার একটি আদালত দু’জনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাদের বিভিন্ন অর্থ দণ্ড দেওয়া হয়। অনাদায়ে ওই দু’জনকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার খুলনা বিভাগীয় জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো: ইয়াছিন আলী।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর আটুলিয়া শাখার গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ জাহিদুর রহমান। অপরজন হলেন একই জেলার নলতা মোবারকনগর সাব-পোষ্ট অফিসের সাব পোষ্ট মাষ্টার মো: নাজমুল ইসলাম। এ দু’আসামির মধ্যে মো: নাজমুল ইসলাম উপস্থিত থাকলেও অপর আসামি পলাতক ছিলেন।

আদালতের সূত্র জানায়, ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০১০ সালের ৭ অক্টোবর পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া শাখায় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন সৈয়দ জাহিদুর রহমান। এ সময় তিনি জাল জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে বহিরাগত আমানতকারীদের নিকট টাকা গ্রহণ করে। ওই টাকা ব্যাংকে হিসাবভুক্ত না করে বা চেকে জাল স্বাক্ষর দিয়ে উত্তোলন করে। এবং ভূমিহীন মহিলা কেন্দ্রের বিভিন্ন ঋণ গ্রহীতার নামে ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে ৪৪ লাখ ৫০ হাজার ৫২৪ টাকা আত্মসাত করে।

২০১২ সালের ৫ এপ্রিল এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের পরবর্তী শাখা ব্যবস্থাপক মোহা: আরিফুজ্জামান বাদী হয়ে শ্যামনগর থানায় এ অভিযোগে একটি মামলা দায়ের করেন, যার নং ১০। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  আবুল হাশেম কাজী, সৈয়দ জাহিদুর রহমানকে আসামি করে একটি অভিযোগপত্র দাখিল করেন এবং ২০২২ সালের ২৪ মে তার বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়।

রাষ্ট্রপক্ষ আদালতে এ অভিযোগ প্রমাণ করতে পারায় তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে ৪৪ লাখ ৫০ হাজার ৫২৪ টাকা জরিমানা করেন। এছাড়াও তাকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অপরদিকে সাতক্ষীরা জেলার নলতা মোবরকনগর সাব-পোষ্ট অফিসে মো: নজরুল ইসলাম সাব পোষ্ট মাষ্টার থাকাকালীন সরকারি ক্ষমতার অপব্যবহার করে ২৫ লাখ ৩৮ হাজার ৪৯ টাকা সরকারি খাতে জমা না দিয়ে অত্মসাত করেন। এ ঘটনায় সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পোষ্ট অফিস পরিদর্শক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় খুলনা দুদক দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মে: নাজমুল হুসাইন ২০১৬ সালের ২১ ডিসেম্বর মো: নজরুল ইসলামকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৮ সালের ২৪ অক্টোবর আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

এ অভিযোগে আদালত তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাকে ২৫ লাখ ৩৮ হাজার ৪৯ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারদণ্ড দেন।

ওই আদালতের পিপি সেলিম আল আজাদ বলেন, তারা দু’জনই বিভিন্ন গ্রাহক ও আমানতকারীদের নিকট থেকে বিভিন্ন পরিমাণ অর্থ আত্মসাত করেছে। মামলায় দুর্নীতি দমন কমিশন সঠিকভাবে তদন্ত  করে আদালতে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছেন।  আদালত সঠিক বিচার বিশ্লেষণ করে যে সাজা দিয়েছেন তা সঠিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট