সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার দক্ষিণ বাস স্ট্যান্ডের পাশে কমিউনিটি হাসপাতাল হাজী ক্লিনিকে ভুয়া সার্জারী বিশেষজ্ঞ সেজে সিজারিয়ান সহ বিভিন্ন সার্জারী অপারেশনের অভিযোগ।
ওই ক্লিনিকেরন এম এ হাবিব তথাকথিত ডাক্তার, যে কিনা প্যারামেডিক্স কিন্তু পরিচয়ের বেলায় অ্যাসিস্ট্যান্ট সার্জন সেজে হাবিব সহ একটি চক্র দীর্ঘদিন থেকে সিজার সহ বিভিন্ন সার্জারী অপারেশন করে আসছে। কেউ কথা বললেও কোন কাজ হয় না।
তার অপচিকিৎসার কারনে ইতিপূর্বেও অনেক রোগী অকালে মারা গেছে।
সর্বশেষ গত ৩ আগষ্ট এই অপচিকিৎসার শিকার হন ভুক্তভোগী গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠির মোছাঃ শরিফা বেগম। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শরিফার সিজার করে ওই তথাকথিত সার্জারী ডাক্তার হাবিব। কিন্তু ২৫ দিন পার হলেও শরিফা এখনও সুস্থ না হয়ে দিন দিন মৃত্যুর প্রহর গুনছে।
আর এই তথাকথিত ডাক্তার হাবিব কে, প্রতিনিয়ত সহযোগিতা করছে, গোবিন্দগঞ্জ সরকারি হাসপাতালের ডাক্তার ফরহাদ আলী এবং প্রাইভেট প্র্যাকটিশনার ডাক্তার তৌহিদা ইয়াসমিন সোমা।
ডাক্তার ফরহাদ এবং সোমা, ঘটনার দিন শুধুমাত্র তাদের নাম ব্যবহারের জন্য টাকা নিয়েছে আর অপারেশন করেছে হাবিব।
এর আগেও এই ক্লিনিকের বিরুদ্ধে এর চেয়েও গুরুতর অভিযোগ প্রমানিত হলেও তেমন কোন শাস্তির মুখোমুখি হতে হয়নি।
আর কত ব্যবসা করবে এই ক্লিনিক গুলো, আার কত লাশ হবে সাধারণ মানুষ – এই প্রশ্ন ভুক্তভোগী সহ সচেতন মহলের।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থামায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখা যাক শরীফা কি বিচার পায়, আপডেট জানতে এই প্রতিবেদকের পাশে থাকুন।