নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভুকশিমইল ইউনিয়ন শাখার সভাপতি তাওহীদুল ইসলাম শরীফ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৮ম স্থান অর্জন করে অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত বিষয়ে চান্স পেয়ে নিজের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন। এ সাফল্যে এলাকায় এবং সংগঠনে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মোঃ নিজাম উদ্দিন এক বিবৃতিতে তার এই অর্জনের জন্য অভিনন্দন জানায় এবং ভবিষ্যতেও আরও উচ্চতর সাফল্য কামনা করে।
উল্লেখ্য, তাওহীদুল ইসলাম শরীফ ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী, নিষ্ঠাবান এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন একজন দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত।