নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলায় ডাক্তারদের অবহেলায় বাড়ছে মৃত্যুর মিছিল। এমনই এক স্বাক্ষী হলো অভয়নগরের মানুষ। নওয়াপাড়া ক্লিনিক গুলোর দায়িত্বরত চিকিৎসকদের অবহেলাসহ নানামুখী অনিয়মের চিত্র লিখে শেষ করা যাবেনা তারি ধারাবাহিকতায় আবারও নওয়াপাড়া রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের অবহেলা- ভুলে গর্ভের শিশুসহ সাবিনা ইয়াসমিন (২৭) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে নওয়াপাড়া পৌরসভার সরকারি হাসপাতাল সংলগ্ন রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
নিহত সাবিনা ইয়াসমিন উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামের তৈয়েবুর মোল্লার ছেলে মোঃ হাবিবুর রহমান মোল্লার স্ত্রী।
নিহতের স্বজন ও স্বামী মোঃ হাবিবুর জানান, সাবিনার মঙ্গলবার রাত ১০টার সময় পানি ভাঙতে শুরু হয়। পরে এক পরিচিত লোকের মাধ্যমে রিজিয়া মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে ডাঃ মোঃ আইয়ুব আলী বেশ কিছু রিপোর্ট করান। রিপোর্ট করা শেষে তার পিয়ন মোঃ আল-আমিন কয়েকটি ওষুধ লিখে দিয়ে বলেন, তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে আসতে। পরে ওষুধগুলো এনে সাবিনাকে দেওয়ার সাথে সাথে তার খিচুনি ওঠা শুরু হয়। কিছুক্ষণ পরে ডাক্তার আইয়ুব আলী জানায় খিচুনির কারণে তাকে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে । পরে রাত পৌনে বারোটার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবার সূত্রে আরো জানা যায়, বুধবার সকালে স্থানীয় কিছু নেতা ও ডা: আইয়ুব আলী আমাদের বাড়িতে আসেন সাবিনার জানাযায়। তিনি আমাদেরকে এ বিষয় নিয়ে কিছু না করার কথা বলেন। তিনি বলেন, আমরা বসে একটা মীমাংসা করে নেব। এ বিষয়ে নওয়াপাড়া রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ মোঃ আইয়ুব আলীর হাসপাতালে গিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোন একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিমুর রাজিব বলেন, এ বিষয়ে আমি শুনেছি আমি ঢাকায় আছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ, ওই হাসপাতালে এর আগেও ভুল চিকিৎসায় মানুষের মৃত্যুর গুঞ্জন রয়েছে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে মানুষের মৃত্যুকে ধামাচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। জরুরি ভাবে তদন্ত করে সঠিক ন্যায় বিচারসহ অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।