মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আগামী ১লা সেপ্টেম্বর থেকে আবার শুরু হচ্ছে সুন্দরবনে মাছ ধরার অনুমতি (পারমিশন)। এই উপলক্ষে এবং বনে যেকোনো ধরনের বন অপরাধ রোধে, বিশেষ করে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করতে আজ ২৬শে আগস্ট শরণখোলার রুইতা সাইক্লোন সেন্টারে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এই সভায় উপস্থিত ছিলেন অত্র এলাকার জেলে, বাওয়ালী, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক, শরণখোলা রেঞ্জ জনাব রানা দেব।
আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং বন অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করা। সভায় গুরুত্ব দিয়ে বলা হয় যে, বনের সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। কোনো অবস্থাতেই যেন হরিণ শিকার বা বিষ দিয়ে মাছ ধরার মতো অপরাধ না ঘটে, সে বিষয়ে বন বিভাগ ও স্থানীয় জনগণ একযোগে কাজ করবে।
এই সভার মাধ্যমে আশা করা যায়, সুন্দরবনে মাছ ধরার কার্যক্রম আবার সুষ্ঠু ও পরিবেশবান্ধব উপায়ে পরিচালিত হবে এবং বনের জীববৈচিত্র্য সুরক্ষিত থাকবে