নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আকবর আলী(৩০) নামের একজনকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। ২৬ আগষ্ট মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে অভয়নগরে ২০০ গ্রাম গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার; মোবাইল কোর্টের মাধ্যমে ৩ দিনের সাজা প্রদান করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের বর্ণিপূর্বপাড়া গ্রামের মোঃ ওমর আলী মোল্লার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরো জানা গেছে, উপ-পরিদর্শক জনাব ব্রজেন্দ্র নাথ গাইন এর প্রসিকিউশনে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, অভয়নগর জনাব আব্দুল্লাহ আল ফারুক আসামী *মোঃ আকবর আলী মোল্ল্যা (৩০) কে ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০/- (দুইশত) টাকা অর্থদন্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন।