1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে গুজব তৈরির খারখানার সন্ধান, দায়িত্বে রয়েছে পুতুল অনুমতি ছাড়াই স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থাকেন শিক্ষিকা জুলেখা কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা পটিয়া সচেতন নাগরিক ফোরামের পরিচিতি সভায় যুব ফোরাম ও ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা  গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রকে অপহরণের ঘটনায়,আটক ২জন জেল হাজতে প্রেরন করেছে পুলিশ সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্র দলের পক্ষে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন হিমেল খাঁন বালু ব্যবহার করা, হয়েছে মাটির পরিবর্তে: শরনখোলায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন;। কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় খুলনা রেঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে পুলিশের বিশেষ মতবিনিময় গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা

ড্রাইভারকে অচেতন করে বালুভর্তি ট্রাক লুট, তিনজন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরে ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে চোরাই একটি ট্রাক, চেতনানাশক ট্যাবলেট ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার বকচর এলাকার মৃত সুভাষ চন্দ্র দার ছেলে পার্থ কুমার দা , মনিরামপুর উপজেলার মোহাম্মদ নুর আলী বিশ্বাসের ছেলে আব্দুস সালাম ওরফে শামীম  এবং একই উপজেলার মন্তাজ সরদারের ছেলে মো. আলম । তারা এক ড্রাইভারকে অচেতন করে বালুভর্তি ট্রাক নিয়ে পালিয়ে গিয়েছিল।

ডিবি পুলিশ জানায়, মামলার বাদি মালেক সরদার কুষ্টিয়া ভেড়ামাড়া উপজেলার বাহেরচর মসলেমপুরের বাসিন্দা ও পেশায় ট্রাকচালক। তিনি  মসলেমপুর ঘাট থেকে বালি উত্তোলন করে বিভিন্ন স্থানে সরবরাহ করেন।

২১ আগস্ট দুপুর ৩টার দিকে অপরিচিত দুইজন বাদীর সঙ্গে দরদাম করে এক ট্রাক বালি যশোরের খাজুরা এলাকায় নেওয়ার কথা বলে। বালি লোডের পর  ওই দুই ব্যক্তিকে নিয়ে ট্রাকটি যশোরের উদ্দেশে রওনা হয়। রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সীমাখালী ব্রিজ পার হয়ে মেসার্স মতিন এলপিজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে রাতের খাবারের কথা বলে ট্রাক থামানো হয়। কিছুক্ষণ পর বাদীর মাথা ঘোরা ও চোখে ঝাপসা দেখা দিলে তিনি রাস্তার পাশে ট্রাক থামান।

পরদিন ২২ আগস্ট সকাল ১১টা ৩০ মিনিটের দিকে তিনি যশোরের বাঘারপাড়া থানার বন্দবিলা ইউনিয়নের তেলিধান্যপুড়া গ্রামে পাকা রাস্তার পাশে শুয়ে আছেন । তখন ট্রাক ও তার সঙ্গীরা কেউ নেই। ডিবি জানায়, শনিবার রাত ৭টা ৩৫ মিনিটে বাঘারপাড়ার খাজুরা তেলিধান্যপুড়া থেকে পার্থ কুমার দাকে আটক করা হয় এবং চোরাইকৃত ট্রাকটি উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার  রাত ৩টা ৩০ মিনিটে মনিরামপুর থানার খেদাপাড়া ইউনিয়নের জামালপুর গ্রামে নিজ বাড়ি থেকে আব্দুস সালাম ওরফে শামীমকে আটক করা হয়। তার কাছ থেকে অচেতন করার কাজে ব্যবহৃত ট্যাবলেট জব্দ করা হয়। একই দিন ভোর ৫টা ৩৫ মিনিটে মো. আলমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চোরাই বালু বিক্রির নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, তারা দীর্ঘদিন ধরে চেতনানাশক প্রয়োগ করে গৃহ, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট