নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে শ্রীমঙ্গলের “সততা সমাজকল্যাণ সংস্থা”র ব্যবস্থাপনায় এবং চা শ্রমিকদের সেবক ও গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)-এর যৌথ উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৪ আগস্ট ২০২৫ ইং, চুনারুঘাট উপজেলার গিলানী চা বাগানে অনুষ্ঠিত ক্যাম্প নং-০৪ এ চা শ্রমিক ও তাদের পরিবারসহ স্থানীয়দের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করে দেওয়া হয়।
এই ক্যাম্পে মোট ২৬৬ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।
অনেকেই যারা আগে কখনো রক্তের গ্রুপ জানতেন না, তাদের জন্য এ কার্যক্রম ছিল অত্যন্ত উপকারী ও প্রশংসনীয়।
টেকনিশিয়ান হিসেবে সেবা প্রদান করেন, আজহারুল ইসলাম অনিক, সুহেল রানা, শান্তে মৃধা, রমজান আলী, ইয়াসিন আহমদ ও ইমরান আহমেদ প্রমুখ।
সহযোগিতায় ছিলেন, চা শ্রমিক সংগঠনের বিস্নু হাজরা রাজু, রুপম তাতী, বাবুল তন্তবায় দিপু এবং গ্রাউক-এর মহাদেব ভুঁইয়া ও সন্তুশ লোহার প্রমুখ।
আয়োজকরা জানান, এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চা শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গাছ রোপণের উদ্যোগটি ছিল অনুষ্ঠানটির একটি বিশেষ দিক।