1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ দাগনভুঁইয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের  এলডিপি প্রার্থী এয়াকুব আলীর আপিল নামঞ্জুর শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে প্রস্তুত কোয়াব মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার

২৪ আগস্ট বাগেরহাট জেলার সর্বত্র হরতাল। শরনখোলায় হরতাল পালন করবে সর্বদলীয় সম্মিলিত ঐক্যজোট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাটে শরনখোলা প্রতিনিধি

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিল সর্বদলীয় সম্মিলিত কমিটি। বর্তমানে বাগেরহাটে চারটি সংসদীয় আসন থাকলেও, নির্বাচন কমিশন সেটিকে কমিয়ে তিনটি করার প্রস্তাব দিয়েছে। এর প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।
তিনদিনের কর্মসূচির মধ্যে ছিলো::- বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার ফকিরহাটে (খুলনা-ঢাকা মহাসড়ক) কাটাখালী থেকে নওয়াপাড়া পর্যন্ত সড়ক অবরোধ
রোববার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনার নওয়াপাড়া, কাটাখালী, ফকিরহাট ও মোল্লাহাট সেতুতে (খুলনা-ঢাকা মহাসড়ক) এবং সাইনবোর্ড মোড়ে (পিরোজপুর-বাগেরহাট মহাসড়ক) অবরোধ কর্মসূচি। একই সঙ্গে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার দফতরে অবস্থান কর্মসূচি।
সোমবার (২৫ আগস্ট) একই সময়ে ঢাকায় নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর আলম, ফকির তরিকুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি মাওলানা ইউনুস আহমেদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ সর্বদলীয় কমিটির অন্যান্য নেতারা।
সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও বিএনপি নেতা এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ‘বাগেরহাটের চারটি আসন বহাল রাখার বিষয়ে আমরা সব রাজনৈতিক দল একমত হয়েছি। আসনগুলো বহাল রাখার জন্য আমরা সবকিছু করতে রাজি আছি।’
জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, ‘আসন পরিবর্তন ও বিন্যাস করার কারণে বাগেরহাটের জনগণ নানাভাবে বঞ্চিত হবে। নির্বাচন কমিশন যদি চারটি আসন বহাল না রাখে, তবে আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে বাগেরহাট জেলার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।’
প্রসঙ্গত, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের সংসদীয় আসন বিন্যাস পরিবর্তন করে চারটি থেকে কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করে এবং আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় ২৪ আগস্ট রবিবার শরণখোলা উপজেলা সর্বদলীয় সম্মিলিত জোট হরতাল পালন করবে।
২৩ আগস্ট শনিবার শরণখোলায় বিক্ষোভ মিছিল দিয়ে জানান দেন আগামী দিন রবিবার হরতাল। কোন দোকানপাট খুলবে না। এবং কোন ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট