1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ দাগনভুঁইয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের  এলডিপি প্রার্থী এয়াকুব আলীর আপিল নামঞ্জুর শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে প্রস্তুত কোয়াব মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার

দুই যুবক গুম-খুনের অভিযোগে, সাবেক এসপি আনিসসহ ১০ জনের নামে যশোর আদালতে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোর শহরের পৌরপার্ক থেকে তুলে নেওয়া দুই যুবককে হত্যা ও লাশ গুমের অভিযোগে যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, টিএসআই রফিকুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৪ আগস্ট) গুম হওয়া যুবক সাইদুর রহমানের বাবা সদর উপজেলার তরফ নওয়াপাড়া গ্রামের কাজী তৌহিদুর রহমান খোকন যশোর আদালতে এ মামলা দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মিলন আহমেদ।

মামলার অপর আসামিরা হলেন—যশোর শহরের শংকরপুরের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, পিরোজপুর সদর উপজেলার কুমারখালী গ্রামের ফুলু মিয়া, মৃত হাকিম শেখের দুই ছেলে রমিজ শেখ ও নাসির শেখ, মৃত হাই শেখের ছেলে সাইফুল শেখ, জব্বার শেখের ছেলে হারুন অর রশিদ শেখ, মৃত সেলিম শেখের ছেলে জাহিদুল শেখ এবং জাহাঙ্গীর তালুকদারের ছেলে আল আমিন তালুকদার।

বাদীর অভিযোগে বলা হয়, তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের কুমারখালীতে অনেক সম্পত্তি রয়েছে, যা আসামিরা দখল করে নেয়। এ নিয়ে সাইদুর রহমান প্রতিবাদ জানালে হুমকি দেওয়া হয়। ২০১৭ সালের ৫ এপ্রিল সাইদ ও তার বন্ধু শাওন যশোর পৌরপার্কে গেলে টিএসআই রফিক তাদের মারধর করে তুলে নেয়। অভিযুক্ত গোলাম মোস্তফা ও অন্যদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে, আর নির্দেশদাতা ছিলেন এসপি আনিসুর রহমান।

বাদী জানান, পরে মুক্তিপণের নামে ১০ লাখ টাকা আদায় করা হলেও দুই যুবককে আদালতে সোপর্দ করা হয়নি। বরং তার স্ত্রী হিরা বেগম মামলা করলে তাকেও জোরপূর্বক আটক করে নির্যাতন চালানো হয়। বিদ্যুতের শক ও প্রাণনাশের হুমকি দিয়ে মামলা প্রত্যাহার করানো হলে তিনি অসুস্থ হয়ে মারা যান।

এরপর থেকে সাইদুর রহমান ও তার বন্ধু শাওনের আর কোনো খোঁজ মেলেনি। বাদীর দাবি, তাদের হত্যা করে লাশ গুম করা হয়েছে। সে সময় আসামিদের রাজনৈতিক প্রভাব থাকায় মুখ খুলতে পারেননি। বর্তমানে পরিস্থিতি অনুকূল হওয়ায় আট বছর পর তিনি আদালতে মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট