মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে নিজের ছেলে ইকতারুল মোল্লা(৩২), এর অত্যাচারে অসহায় মা-বাবা দিশেহারা হয়ে ছেলের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। রবিবার সকালে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে পিতা লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পিতা উকিল উদ্দিন মোল্লা একজন কাঁচা তরকারি বিক্রেতা ছেলে ইকতারুল দীর্ঘদিন নেশার সাথে জড়িয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় কোন কাজ কর্ম করেনা ছেলের স্ত্রীসহ তার ২ সন্তানের খরচ ও ভুক্তভোগী পিতা বহন করেন। ছেলে বিভিন্ন সময় ব্যবসার কথা বলে পিতার কাছ থেকে টাকা নিতে থাকে নিরুপায় হয়ে বাধ্য হয়ে টাকা দিতে হয়। আর টাকা না দিতে চাইলে মা-বাবাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করতে থাকে। বেশকিছু দিন ধরে ছেলে ব্যবসা করবে বলে ৩ লাখ টাকা দাবি করে আসছিলো, সর্বশেষ ২৩ আগষ্ট বিকাল আনুঃ ৪ টার সময় আমার ব্যবসায়ীক ১ লাখ ৪৫ হাজার টাকা ঘর থেকে নিয়ে চলে যায়। ফলে ভুক্তভোগী মা-বাবা অসহায় হয়ে নিজের ছেলের কঠোর শাস্তি চেয়ে অভয়নগর থানা পুলিশের দ্বারস্থ হয়ে ন্যায় বিচার চেয়ে আবেদন করেন। এবিষয়ে ওই ইকতারুল মোল্লার বাবা উকিল উদ্দিন মোল্লা ও মা জাহিরুন বেগম কান্না জড়িত কন্ঠে জানান, আমাদের বাঁচতে হলে ছেলেকে জেল আজতে দিতেই হবে। না হলে যে কোন সময় আমার একমাত্র ছেলে আমাদের দু'জনকেই হত্যা করবে। এই আসংখ্য করে আজ বাধ্য হয়ে ছেলের শাস্তি চেয়ে থানায় অভিযোগ করেছি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।