মোঃ মফিজুর রহমান শেখ, অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর নওয়াপাড়া পৌর ৪নং নম্বর ওয়ার্ড বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মোল্লার মা ইন্তেকাল করেছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় তার নিজ বাড়ি আমডাঙ্গা গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। জানা গেছে, মিজানুর রহমানের মা আম্বুরা বেগম(৭০), বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার হঠাৎ তিনি বাড়িতে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত আম্বুরা বেগম আমডাঙ্গা গ্রামের মৃত হাসেম মোল্লার স্ত্রী। মরহুমার জানাজা নামাজ আলীপুর কবরস্থান সংলগ্ন শনিবার বেলা ১১ টার সময় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে আলীপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বিএনপি নেতার মায়ের মৃত্যুতে অভয়নগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।