মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে নাশকতা মামলায় ৩ জনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে অভয়নগর থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আটককৃতরা হলো
নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমডাঙ্গা গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ আহাদ শেখ (৩২), ছাত্রলীগ নেতা ধোপাদী দপ্তরী পাড়ার আঃ সালাম মোল্লার ছেলে সজীব (২৪),
আমডাঙ্গা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে ছাত্রলীগ নেতা মো সাজ্জাদ হোসেন (২২)। উল্লেখ গত ১৬ আগষ্ট রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে অংশগ্রহন করায় ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনের মোঃ আলী আহম্মেদ নামে বিএনপি নেতা বাদি হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনের নামে অভয়নগর থানায় একটি মামলা করেছেন। যার মামলা নং ১৮ তারিখ ১৬/৮/২০২৫ ইং। আটককৃত তিনজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে অভয়নগর থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।