মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগরে ৩০ জনের নাম উল্লেখসহ অ বিজ্ঞাত ২০/২৫ জনের নামে একটি নাশকতা মামলা রুজু হয়েছে। যার মামলা নং ১৮ তারিখ ১৬/ ০৮/২০২৫ ইং। মামলাটি করেছেন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আহম্মেদ বাদি হয়ে এ মামলাটি করেছেন। মামলা সূত্রে জানা যায়, ১৫ আগষ্ট শুক্রবার আ.লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ একতাবদ্ধ হয়েছে যানবাহনসহ রাষ্ট্রীয় কাজে বাঁধা সৃষ্টিসহ রাষ্ট্র বিরোধী কাজ করার সময় বাদি তার মাছের ঘেরে যাওয়ার সময় উপজেলার ধোপাদী দক্ষিণপাড়া পল্টিফার্ম সংলগ্ন রাস্তার উপরে আসামিরা ওই প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলো বিষয়টি লক্ষ্য করেন। ফলে রাষ্ট্রের ক্ষতি সাধন করার অভিযোগে তিনি এই মামলাটি করেছেন। মামলার আসামিরা হল উপজেলার ধোপাদী দক্ষিণপাড়া গ্রামের রফিকুল মজুমদারের ছেলে নাজমুল সাকিব মজুমদার(৩০), আমডাঙ্গা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে সাজ্জাদ হোসেন(২২), ধোপাদী দপ্তরীপাড়ার আঃ সালাম মোল্লার ছেলে মোঃ সাজিদ মাহমুদ (২৪), আমডাঙ্গা গ্রামের মৃত ফজর আলী শেখের ছেলে আসাদুল শেখ(৩৬), একই গ্রামের আজাহারের ছেলে রাসেদ(২৪), ধোপাদী পাগলির মোড়ের বাদল মিয়ার ছেলে জহির(২৪), ধোপাদী মড়লপাড়ার আসাদুর রজমান বাবুর ছেলে ইকরাম(২৪), ধোপাদী দক্ষিণ পাড়ার আব্দুর রশিদের ছেলে নাহিদ(১৯), কোটা গ্রামের মফিজুরের ছেলে ফয়সাল শেখ(২৩), চলশিয়া (সানাপাড়া) গ্রামের তোতা মিয়ার ছেলে সাকির(২৫) সহ ৩০ জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে অভয়নগর থানায় মামলা রুজু হয়েছে। বাদি তার এজাহারে আরো উল্লেখ করেন ১ নং প্রেম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আ.লীগের সভাপতি ফিরোজ খাঁনের নেতৃত্বে ওই নাশকতা করা হয়। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, একটি মামলা হয়েছে আসামিদের আটক করতে ইতিমধ্যে অভিযান চালানো হচ্ছে।