নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার সুপরিচিত ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক “মোঃ আশরাফ উদ্দিন (জাহাঙ্গীর)”-এর শুভ বিবাহ ধর্মীয় অনুশাসন অনুসরণ করে অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার, ১৩ আগস্ট ২০২৫ ইং, দুপুরে শ্রীমঙ্গল কাকিয়া বাজারস্থ রয়েল কমিউনিটি সেন্টারে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবদম্পতিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের একটি সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করেন।
পরিবারের পক্ষ থেকে বর-কনের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে—আল্লাহ তাআলা যেন তাঁদের বৈবাহিক জীবন সুখ, শান্তি ও বরকতে পরিপূর্ণ করেন। আমিন চুম্মা আমিন।