মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
উপকূলীয় জেলা বাগেরহাটে চারটি আসন রাখার পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরেছে অঞ্চলটির সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় কমিটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে লিখিত বক্তব্য জমা দেওয়ার পাশাপাশি মৌখিকভাবে নানা যুক্তি তুলে ধরেন।
এর আগে, এদিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কমিটির ব্যানারে মানববন্ধন করেন বাগেরহাটের সর্বস্তরের মানুষ।
ভৌগোলিকভাবে বাগেরহাট একটি দুর্যোগপ্রবণ এলাকা। এখানে রয়েছে নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। ইউনেস্কো এবং জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী, এমন ঝুঁকিপূর্ণ অঞ্চলে যখন বাজেট বাড়ানো উচিত, তখন নির্বাচন কমিশন একটি আসন বাদ দিয়ে বরাদ্দ আরও কমানোর ব্যবস্থা করছে-এমন অভিযোগ তুলছেন বাগেরহাটের সাধারণ মানুষ।
বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির কথা শোনার পর সিইসি জানিয়েছেন, বিষয়টি তারা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন।