মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের ০৪/০৮/২০২৫ ইং তারিখে শরনখোলা স্টেশনাধীন ধাবরির খালে টহলকালীন সময়ে রাত ২.৩০ ঘটিকায় দুইজন আসামী ১. মো: মাসুম হাওলাদার (২৯), পিতা মৃত সোরাব, ২.জান্নাতুল আকন (১৯), পিতা: মিজান আকন, উভয় সাং- শরনখোলা। একটি ডিঙ্গি নৌকা, ১ টি বেড় জাল, দুই কেজি চিংড়ী সহ আটক করা হয়। সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মাছ পরিবহনের জন্য তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়।