আলী আজীম, মোংলা (বাগেরহাট):
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে মোংলায় সমাবেশ ও গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখা।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করীম মৃধার সভাপতিত্বে সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা দেড়যুগের এক স্বৈরশাসকের হাত থেকে রক্ষা পেয়েছি। এই মোংলা ও রামপালের মানুষকে ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শোষণ করেছে। বন্দর নগরী মোংলা ও রামপালের মানুষ দীর্ঘ বছর অবহেলিত ছিল। সময় এসেছে এখন মোংলা—রামপালের মানুষের ভাগ্যের উন্নতি করার। ঠিক এমন একটা মুহুর্তে কে বা কার ইশারায় নির্বাচন কমিশন এই মোংলা—রামপালকে পৃথক করার সিদ্ধান্ত নিয়েছে এটা আমাদের বোধগম্য নয়। আমরা এই সিদ্ধান্তকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করলাম। মোংলা—রামপালের সকল জনগনকে নিয়ে আমরা এই ষড়যন্ত্র রুখে দিব ইনশাআল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখার সেক্রেটারী মোঃ রফিকুল ইসলাম ও প্রশিক্ষন সম্পাদক এইচ.এম. ইসমাইল হোসেনের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুজ্জামিল হক কাসেমী, বাগেরহাট জেলার সাবেক সভাপতি হাফেজ মাওলানা অধ্যক্ষ রুহুল আমীন, মোংলা উপজেলা শাখার সহ—সভাপতি মাওলানা আবু বকর, মাওলানা ইউসুফ ইকবাল, পৌর সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, পৌর সেক্রেটারী হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সাদী, যুবনেতা মাওলানা সাইফুল ইসলাম, ওমর ফারুক, মারুফ বিল্লাহ, আল আমীন, শ্রমিক নেতা আবুল কালাম, আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ রাসেল, ছাত্রনেতা শাহাদাৎ হোসাইন, নাইম বিন রফিক, সাহিদুল ইসলাম শান্ত, আল আমীন প্রমুখ।