মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে সুফিয়া বেগম (৬৮) নামের এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। বুধবার সাড়ে ১২ টার সময় উপজেলার রাজঘাট মললেম তলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ওই নারীর নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর দিনকুলে ছেলে,মেয়ে স্বামী কেউ নেই। সে একা-একা ওই বাড়িতে বসবাস করতেন। এলাকাবাসীর অনেকে জানান, দীর্ঘদিন ওই নারী শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন অসুস্থ জীবনে তাকে দেখবাল করার মতো পৃথিবীতে তার কেউ নেই। ফলে বৃদ্ধা বয়সে তার চলাচল করতেও অনেক কষ্ট হতো যে কারনে তার ঘরের খাট থেকে পড়েও তার মৃত্যু হতে পারে। এবিষয়ে ওই এলাকার প্রতিবেশি রাজিয়া বেগম নামের এক নারী বলেন, আমার বাড়ি থেকে বটি নিয়ে আসছিলো আমি সেই বটি চাইতে এসে বাহির থেকে চাঁচি চাঁচি বলে ডাকলেও কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের মধ্যে গিয়ে দেখি এই অবস্থা পরে চিৎকার দিলে আসপাশের সবাই এসে দেখে চাঁচি মারা গেছে। নিহত বৃদ্ধা নারী উপজেলার ময়ালেম তলা গ্রামের মৃত টারজান মিয়ার স্ত্রী।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, একজন বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।