মোঃ মামুন নীলফামারী প্রতিনিধি
বিএনপির উন্নয়নের ধারা অব্যাহত রেখে ১লা আগষ্ট নীলফামারীর ডিমলা নিজপাড়া ৭নং ওয়ার্ড ধারাবেচা টারী সুরতন নামে এক প্রতিবন্ধী অসহায় বৃদ্ধা মহিলাকে নীলফামারী-১ ডোমার ডিমলা বিএনপির মনোনীত এমপি পদ প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর পক্ষে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মোঃগোলাম রব্বানী প্রধান সাংগঠনিক সম্পাদক ডিমলা উপজেলা বিএনপি, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃবদিউজ্জামাল রানা, ডিমলা সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃজাহাঙ্গীর আলম ডিয়ার, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃমিজানুর রহমান সবুজ,ডিমলা উপজেলা বিএনপি মহিলা্ দল নেত্রী মোছাঃ নুর জাহান আক্তার, মোঃআবু বক্কর সিদ্দিক সিনিয়র যুগ্ম আহবায়ক ডিমলা উপজেলা যুবদল মোঃসোহাগ খান লোোহানী সহ আরও অনেকে।
বিতরণের সময় বক্তারা বলেন বিএনপি যেখানে উন্নয়ন সেখানে। অবহেলিত, সুবিধা বঞ্চিত এলাকা ও অসহায়দের পাশে দারানই হলো বিএনপির কাজ।দেশের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির বিজয় অর্জন করতে হবে।