নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া কসবায় অভিযান চালিয়ে ২০৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম গিয়াস উদ্দিন (৩০)। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কলতা দিঘীরপাড় গ্রামের গিয়াস উদ্দিনের বসত বাড়ি থেকে ২০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবককে প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।