মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগরে সাংবাদিক মফিজুর রহমানের বাড়িতে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। রবিবার ২৮ জুলাই উপজেলার নওয়াপাড়া পৌর ৪নং ওয়ার্ডের ধোপাদী মোড় এলাকার হাজী ইমান আলী শেখের ছেলে সাংবাদিক মফিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এবিষয়ে সাংবাদিক মফিজুর রহমান বাদি হয়ে অজ্ঞাত চোরেদের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক মফিজুর রহমানের ছোট ভাই শরিফুল ইসলাম গত ২৪ জুলাই গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। ফলে সাংবাদিক মফিজুরসহ স্ব-পরিবারে গোপালগঞ্জ হাসপাতালে ছুটে যায়। যার কারণে অজ্ঞাত চোরেরা পরিবারের অনুপস্থিতিতে সাংবাদিক মফিজুরের বাড়ির দরজা ভেঙে গত ২৮ জুলাই গভীর রাতে ঘরে ভিতরে প্রবেশ করে শোকেচ ভেঙে গর্চিত নগদ ১ লাখ ৩৬ হাজার ২ শত ৫০ টাকা গ্যাস সিলিন্ডার, চুলা, ৬০ কেজি চাল ও ফ্রিজে থাকা ১৫ কেজি গরুর মাংস চুরি করে নিয়ে যায়। পরের দিন ২৯ জুলাই স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সাংবাদিক মফিজুর রহমান গোপালগঞ্জ থেকে বাড়ি ছুটে এসে দেখেন ঘরের মধ্যে থেকে উল্লেখিত মালামাল কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।