মোঃ মামুন নীলফামারী প্রতিনিধি
ডিমলায় জমি দখল করে রোপা রোপণ। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী কাকীনা নামক গ্রামে। অভিযোগসূত্রে জানা যায়, হাসান আলীর ছেলে আনিছুর রহমান ১২৫১ দাগে ৮শতক জমি দলিল মূলে দীর্ঘদিন ধরে ভোগদখল অবস্থায় একই গ্রামের সামছুল হকের ছেলে সুলতানের কাছে বন্ধক রাখেন।রোপা লাগানোর জন্য ঐজমি সুলতান আলী হালচাষের কাজ সম্পন্ন করেন।এমতাবস্থায় হঠাৎ করে একটি কুচক্রী মহল উক্ত জমি দখল করে রোপা লাগিয়ে দেন।
আইনের প্রতি শ্রদ্ধা রেখে জমির মালিক আনিছুর রহমান বাদী হয়ে, ২৭জুলাই ২০২৫ ইং তারিখে জামাতুল্যা মুন্সির ছেলে সহিদুল ও দৌলতজ্জামান, জহুরুল ইসলামের ছেলে লেলিন ইসলাম, হাসেম আলীর ছেলে হালিম ইসলাম, দৌলতজ্জামানের ছেলে নজরুল ইসলাম গনের বিরুদ্ধে ডিমলা থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জমি বন্ধকের মালিক সুলতান আলী বলেন, আমার ছেলে তইজুল ইসলাম খেতে মই দিতে ধরলে তারা বাধাগ্রস্ত করে রোপা রোপণ করেন।সুলতান দাবী জানিয়ে বলেন তারা যদি জমি দখল করবে তাহলে এত পরিশ্রম করার আগে বলেনি কেনো।
এবিষয়ে ডিমলা থানা কর্মরত এ এস আই রাজু বলেন,তদন্ত করেছি, তদন্ত রিপোর্ট উর্ধতন কর্মকর্তাকে জানাবো যা করার উর্ধতন কর্মকর্তা করবেন।