1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা  শরণখোলায় সিএসও নেটওয়ার্ক কার্যক্রম টেকসই করণে অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত এতিমের অর্থ আত্মসাৎ এর অভিযোগ। উঠেছে ৩ জনের বিরুদ্ধে সাঘাটায় কাঠ পুড়ে কয়লা তৈরীর ২টি কারখানায় সেনাবাহিনীর অভিযান।। আটক-২ পটিয়া  পৌর ৫নং ওয়ার্ড এলডিপি’র উদ্যাগে সাবেক এমপি মমতাজ অলির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ইদ্রিস মিয়ার নেতৃত্বে পটিয়ায় ৫ আগষ্ট বিজয় মিছিল সফল করতে বিএনপির ব্যাপক প্রস্তুতি অভয়নগরে জেলা পরিষদের উদ্যোগে আমাদের চোখে জুলাই বিপ্লব অনুষ্ঠিত  দেশে জুলাই মাসে ধর্ষণের শিকার ৫৬ জন নারী ও শিশু কনস্টেবলের স্ত্রীকে দেখে মাথা খারাপ এএসপি, অনৈতিক প্রস্তাব দেওয়ায় সাময়িক বরখাস্ত  নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল কারাগারে

বাগেরহাটে বিএনপি কর্মী সুমনসহ ৮ জন অস্ত্র ও মাদকসহ সেনাবাহিনীর অভিযানে আটক:

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার রাহাতের মোড় এলাকায় অভিযান চালিয়ে এসকে সুমন সহ ৮ জনকে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনাবাহিনী।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বাগেরহাট সদর আর্মি ক্যাম্পের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাড়ি থেকে আটজনকে আটক করে সেনাবাহিনী। আটককৃতদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ককটেল, ৪টি ভুয়া আইডি কার্ড, ৩টি খালি পিস্তলের কার্তুজ, ১২টি মোবাইল ফোন এবং ৪টি লাইটার উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।আটককৃত ব্যাক্তিরা হচ্ছে, বাগেরহাট সদর উপজেলার বেমারতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এস কে আলমের ছেলে এসকে সুমন, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ জাহিদুল ইসলাম, সদর উপজেলার হুমায়ুন কোবির মুরাদের ছেলে মোঃ হৃদয় মল্লিক, নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মাহাবুব শেখের ছেলে মোঃ জাকারিয়া হোসেন, কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শাহজান শেখের ছেলে মোহাম্মদ অভি, সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাসেম আলী শেখ এর ছেলে শেখ মুফাসসিল হোসেন, কচুয়া উপজেলার বারইখালী গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে সবুজ কুমার সাহা ও সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার। এসকে সুমন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিমের একনিষ্ঠ কর্মী বলে জানাগেছে।এ ব্যাপারে জানতে চাইলে বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম জানান।সে আমার দলের কর্মী হিসেবে দীর্ঘদিন যাবত জাতীয়তাবাদী শ্রমিক দল করে।দলের দুঃসময় আমার সাথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। একটি মহল দলের দুর্দিনের কর্মীদের ধ্বংস করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তাঁরই অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি দাবী করেন। জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী বলেন,আটক সুমন শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সব বিভিন্ন অপকর্ম চালাচ্ছিল, সে শ্রমিক দলের কোন সদস্য নয়।আটককৃতদের এবং উদ্ধারকৃত সকল আলামত বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এসকে সুমনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট