মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা (পি কে এস এফ) নামের এনজিও হতদরিদ্র গ্রামের অসহায় মানুষদের মোটা অংকের ঋণ দেওয়ার প্রলোভণ দিয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ওই প্রতারক চক্র উপজেলার শংকরপাশা খেয়াঘাট সংলগ্ন ডাক্তার শাহাজানের ঘর ভাড়া নিয়ে একটি ব্যানার টানায় যাতে লেখা রয়েছে সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা। ওই প্রতারক চক্র গ্রামের অসহায় মানুষদের ঋণ দিবে বলে সঞ্চয় বাবদ প্রাই ৬/৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে। সরে জমিনে ভুক্তভোগীদের সাথে কথা বলে এমনটাই উঠে এসেছে। ঘর মালিক ডাক্তার শাহাজান জানান, গত ২৪ জুলাই আমার কাছে ওই তিন প্রতারক এসে আমার ঘর ভাড়া চায়। আমি আলোচনা মোতাবেক ২ লাখ ৫০ হাজার টাকা অগ্রিম ও মাসে ১৫ হাজার টাকা ভাড়া মৌখিক চুক্তি হয়। রবিবার ২৭ জুলাই আমার সাথে ঘরের অগ্রিমসহ চুক্তি সম্পাদন করার কথা ছিলো। কিন্তু এখন তো এই অবস্থা শুনছি বহু মানুষের কাছ থেকে তারা লোন দেওয়ার কথা বলে অনেক টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। এবিষয়ে এক ভুক্তভোগী হরিশপুর এলাকার মৃত মজিদ শেখের ছেলে মোঃ রিয়াজুল শেখ জানান, ২ লাখ ৫০ হাজার টাকা লোন দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ২৭৫০০ টাকা নিয়ে বলেন রবিবারে আমাদের অফিস উদ্বোধন হবে ওই দিন আপনাকে লোন দেওয়া হবে। রবিবার এসে দেখি অফিস তালা মারা তাদের মোবাইল ফোন সব
বন্ধ এখন আমার উপায় কি?। সরেজমিনে জানা যায় এমন অসংখ্য হতদরিদ্র মানুষদের লোনের প্রলোভণ দেখিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারক চক্র উধাও হয়ে গেছে। এব্যাপারে ঘর মালিক উপজেলার শংকরপাশা গ্রামের মৃত হাবিবুর রহমান খাঁনের ছেলে মোঃ শাহাজাহান আলী খাঁন ওই তিন প্রতারকের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।