নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা জামে মসজিদ কমিটির পক্ষ থেকে সুফি সংগীত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার ২১ জুলাই ২০২৫ ইং, দুপুরে জোহরের নামাজের পর মসজিদ কমিটির সদস্য মোঃ আশরাফুল ইসলাম কামরুলের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, উক্ত মসজিদের ছানি ইমাম হাফেজ হোসাইন আহমদ। এর আগে মাহফিলে সংগীত পরিচালনা করেন মসজিদের মুয়াজ্জিন মাওঃ আখলিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির উপদেষ্টা মোঃ ইয়াকুব আলী, সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, সহকারী মোতাওয়াল্লী হাফেজ ফখরুল ইসলাম, মসজিদ ও পাঠাগার সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ, নির্বাহী সদস্য মোঃ ফয়ছল আহমদ ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া সহ সর্বস্তরের প্রায় শতাধিক মুসল্লীয়ানে কেরাম উপস্থিত ছিলেন।