মো: কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় সামাজিক জবাবদিহিতা ও সরকারি সেবার মান উন্নয়নের লক্ষ্যে সিটিজেন ভয়েস এ্যান্ড এ্যাকশন বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্টিত হয় ।শরণখোলা উপজেলা অফিসার্স ক্লাবে। আজ ; ২১ শে জুলাই রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় । উক্ত সভায় উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধি নাগরিক সমাজসেবক শিক্ষক সাংবাদিক এবং শিশুবান্ধব সেবা সংশ্লিষ্ট পেশাজীবীরা । শিশু যুবক ও সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ। সভার মূল উদ্দেশ্য ছিল নাগরিক অংশগ্রহণ সক্রিয়করণ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ জনগণ এবং সেবা প্রদানকারীদের পারস্পরিক আলোচনার জন্য প্রস্তুত করা। এ উদ্যোগের মাধ্যমে বিশেষভাবে শরণখোলা উপজেলার শিশু নারী ও প্রতিবন্ধীদের জন্য হেল্পডেস্ক সেবার মান উন্নয়ন নিশ্চিত করা হবে।সিটিজেন ভয়েস এ্যান্ড এ্যাকশন একটি পরীক্ষিত পদ্ধতি যার মাধ্যমে জনগণের চাহিদা ও অভিজ্ঞতার ভিত্তিতে সরকারি সেবা উন্নয়নের জন্য সেবাদানকারীদের সঙ্গে গঠনমূলক সংলাপ ও অংশগ্রহণমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। এর ফলে জনগণ ও সরকারের মাঝে বিশ্বাস ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শরণখোলার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্যারোল সুশ্রীর সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার সমর হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শরণখোলা থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মোছাঃ মিরা খাতুন । সাব ইন্সপেক্টর চিন্ময় মন্ডল শরণখোলা উপজেলা এনজিও ফোরামের সভাপতি আলমগীর হোসেন মিরু ।
যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই।