পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
পটিয়ায় মব সৃষ্টি করে মামলার বাদী মহিউদ্দিন মল্ল প্রকাশ মিন্টু (৪৮) নামে এক ব্যাক্তিকে হয়রানি পুর্বক পুলিশের কাছে সোপার্দ করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে ২০ জুলাই রবিবার দুপুরে পটিয়া বাসষ্টেশন কোট বিল্ডিং এলাকায়। মহিউদ্দিন মল্ল পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড মল্ল বাড়ির মৃত একলাছ মল্লর পুএ। মহিউদ্দিন মল্ল পরিবার ও এলাকার লোকজনের অভিযোগ মহিউদ্দিন মল্লর পারিবারিক সি.আর মামলা ৭৩০/২২ ইং মামলা ২০ জুলাই রবিবার বাদী- বিবাদীর উপস্থিতি দিন ধার্য ছিল। ঐ দিন উক্ত মামলার বিবাদীগন বহিরাগত লোকজন জড়ো করে পূর্বপরিকল্পিত ভাবে মব সৃষ্টি করে আওয়ামী লীগ টেগ
লাগিয়ে মামলার বাদী মহিউদ্দিন মল্লকে মারধর করে পুলিশের কাছে সোপার্দ করে। মহিউদ্দিন মল্ল বিরুদ্ধে
থানায় এজাহার নামীয় কোন মামলা ছিল না এবং আওয়ামী লীগ কোন পদ পদবীতে ছিল না বলে মহিউদ্দিন মল্লর আইনজীবী ও পরিবার সুএে জানা গেছে। মহিউদ্দিন মল্ল পরিবার দাবি করেন, পারিবারিক বিরোধ একটি মামলার চলমান বাদী মহিউদ্দিন মল্ল
আদালতে হাজির হলে বিবাদীগণ আওয়ামী লীগ টেগ লাগিয়ে মব সৃষ্টি করে হয়রানি করছে । তারা এ বিষয়টি উর্ধতন পুলিশ প্রশাসন তদন্ত সাপেক্ষে বিবাদীগনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
এ বিষয়ে প্রতিবেদকের অনুসন্ধান সুএে মব সৃষ্টির অভিযোগের সত্যিতা প্রকাশ পাই।