মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
দেশের বৃহত্তর আমদানি কারক প্রতিষ্ঠান যশোরের অভয়নগরে নওয়াপাড়া গ্রুপে বোমা হামলার প্রতিবাদে নওয়াপাড়া বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই রবিবার নওয়াপাড়া ট্রান্সপোর্ট মালিক সমিতির আয়োজনে যশোর খুলনা মহা সড়কের ষ্টেশন বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ-সময় সংগঠনের সভাপতি কাজী গোলাম ফারুক হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শাহ জালাল হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি রেজাউল হোসেন বিশ্বাস,নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল,সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, সিনিয়র সহ সভাপতি মাহামুদুল হাসান লিপু,থানা বিএনপির সহ সভাপতি শেখ আসাদুল্লাহ আসাদ, সেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান মোল্লা, ব্যবসায়ী মোঃ আসাদুর রহমান আসাদ,মনিরুজ্জামান মনি,আঃ মান্নান প্রমুখ। উল্লেখ গত শুক্রবার ভোর ৫টায় নওয়াপাড়া গ্রুপের সুফলা ভবনে দুষ্কৃতকারীরা বোমা হামলা চালায়। তার প্রতিবাদে সকল ব্যবসায়ীরা ওই মানববন্ধন কর্মসূচী পালন করেন। বোমা হামলার ঘটনায় অভয়নগর থানায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এস আই সাইফুল ইসলাম একটি সাধারণ ডায়রী করেন।