মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় ইভলভ প্রকল্প সি এন আর এস (এর) সহযোগিতায় ও উপজেলা
সমাজসেবা অধিদপ্তর এবং
উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে
মতবিনিময় সভা অনুষ্টিত হয়। আজ ১৪-০৭-২০২৫ ইং তারিখ রোজ সোমবার সকাল ১০-৩০ মিনিটে । উপজেলা অফিসার্স ক্লাবে ।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আবদুল্লাহ আল ফয়সাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরণখোলা বাগেরহাট, । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্য, সিএসও কমিটির সদস্য, ও প্রতিবন্ধী সাধারণ উপকার ভোগীরা। । সভাপতির দায়িত্ব পালন করেন সিএসও নেটওয়ার্ক সদস্য মোঃ সবুর মোল্লা ।অনুষ্ঠান সঞ্চালনায় মোঃ আজহারুল হক, মাঠ কর্মকর্তা, ইভলভ প্রকল্প, সিএনআরএস, উক্ত অনুষ্ঠানে প্রতিবন্ধী"প্রশিক্ষণ'এবং ভাতা প্রদান কর্মসূচির উন্মুক্ত আলোচনা, প্রশ্ন উওর পর্ব, কর্ম পরিকল্পনা ও সমাজসেবা কর্মকর্তার নিকট সেবা সম্বলিত বিভিন্ন বিষয় নিয়ে আবেদন দাখিল করা হয়।
সমাজসেবা কর্মকর্তা: সকলের উদ্দেশ্যে বলেন:আমরা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর । তবে আমরা জনবল সংকটে আছি বিধায় একটু হিম খাচ্ছি। ঋদ্ধ
এ ধরনের এনজিও কার্যক্রম কে সাধুবাদ জানাই।
মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরণখোলা
তারিখ:১৪-০৭-২০২৫