মোঃ মামুন নীলফামারী প্রতিনিধি
শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য শান্তি ।পল্লী বন্ধুর এই স্লোগান সামনে রেখে ১৪ জুলাই সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলা উপজেলা ঝুনাগাছ ইউনিয়ন শাখায় বিগত ৯ বছরের সাবেক সফল রাষ্ট্র পতি বাংলার গণমানুষের নেতা , জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জামিদুল ইসলাম মন্টু সভাপতি ৩নং ওয়ার্ড।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তছলিম উদ্দিন, লেফটেন্যান্ট৷ কর্নেল অবসরপ্রপ্ত নীলফামারী--১ ডোমার ডিমলা আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী। বিশেষ অতিথি দুলাল হোসেন সহ-সভাপতি জাতীয় পার্টি ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখা,সুবাষ চন্দ্র রায়,সাধারণ সম্পাদক জাতীয় পার্টি ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখা সহ ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখার জাতীয় পার্টির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন জাতীয় পার্টি ন্যায় নীতির দল করে,গরীব,দুঃখী মেহনতী ও সৎ মানুষরাই জাতীয় পার্টির দল করে। অন্যায়ের প্রতিবাদ করাই হলো জাতীয় পার্টর লক্ষ ও উদ্দেশ্য।পল্লী বন্ধু এরশাদের বিগত দিনের উন্নয়নের কথা জনসম্মুখে তুলে ধরেন।
দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হলে জাতীয় পার্টির জন্য সকলকে ঐক্যবদ্ধভাাবে কাজ করতে হবে।
আয়োজনে, জাতীয় পার্টি ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখা ডিমলা নীলফামারী।